image1 image3

HELLO I'M T R NAYAN|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M NOW STUDING

আবেগ

মানুষ আবেগের বশে ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই আবেগকে সামলিয়ে নিতে শিখতে হয়। আর এই আবেগ সামলানোর জন্য তার পাশে এমন একজন এর প্রয়োজন হয়, যে তাকে তার আবেগকে সামলাতে শিখায়। কিন্তু যখন এমন কেউ থাকে না। তখনই নিয়ে নেয় সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত।
জীবন কিন্তু এক, আর তাতে বাধা বিপত্তিও অনেক।। আর এই সময় সবচেয়ে কাছের কেউ হয় "আপনার মা-বাবা".. তাদের সঙ্গে শেয়ার করুন আপনার কথা। যেই মা ১০ মাস ১০ দিন এত কষ্ট করে আপনাকে আগলে রেখে বড় করেছে। তাকেই আপনার দুঃখ শেয়ার করতে না পারলে, আপনার মা'কে যে অনেক কষ্ট দেয়া হবে।.. মা পায়ের নিচে সন্তানের বেহেস্ত।.. তাকেই জানালেন না?? আর সিদ্ধান্তটা নিয়ে নিলেন?.. একবার বলে দেখুন। সবাই আপনার সাথে থাকবে । ভীরু-কাপুরুষের মত চুপ করে থাকলে। আজ আপনার মত আরও কেউ আবেগের বশে ভূল সিদ্ধান্ত নিয়ে নিবে।
সতর্ক হন।

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment