image1 image3

HELLO I'M T R NAYAN|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M NOW STUDING

হাসি

ছেলেটা সবার সময়ে যখন দৌড়ে ছুটে যায়, 
নিজের কথা একবারও ভাবনায় আসে না তার। 
কিন্তু তার সময়ে কাউকে পায়নি কখনও; 
সারারাত জ্বরে কাঁপুনিতে, 
চোখ দিয়ে যখন জল পড়ছিল- 
মাথায় হাত বুলিয়ে দেবার মত কখনও কাউকে পাইনি, 
.
রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ার পরও
কেউ কারণ জানতে চায় নি।
.
কেউ হঠাৎ রাতে ফোন করে বলেনি,
আজ কেন মন ছটপট করছে? 
কিছু হয়েছি নাকি আপনার? 
.
কল্পনা হলেও সত্য- 
ছেলেটি আজ পর্যন্ত কারো মনে বাগান গড়তে পারে নি, 
যে বাগানে ফুল ঝরলে বাগান কষ্ট পাবে। 
ছেলেটি এখনও শুধু স্বপ্ন দেখে,
তার একলা মনের দরজায় কেউ দাড়াতে চায় না।
.
বড্ড একা সে,বড্ড একা..
তবুও কাছের মানুষগুলোকে নিয়ে চলছে দিন. 
এইতো প্রকৃতির আলো জানালা উঁকি দিচ্ছে-সকাল হয়েছে!
গায়ে জ্বরটা আর নেই,
চোখগুলো ফুলে গেছে,
চোখে একটা সান-গ্লাস পড়ে নিল,
বেড়িয়ে পড়ল আবার.
মুখে এক চিমটি হাসি নিয়ে।।। 
.
.
উদ্দ্যেশ্য- সবার মুখে হাসি ফোটানো।  
.
.
#মায়াবন_বিহারিণী

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment