image1 image3

HELLO I'M T R NAYAN|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M NOW STUDING

স্মৃতিজল

দেখতে দেখতে জীবনের অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে। “জীবনের অর্ধেক সময়” বলতে বর্তমান মানুষের সংখ্যাগত আয়ুষ্কালমাত্র। কে কতদিন বাচঁব, তা এক আল্লাহ্-র লিখা অদেখা তাকদীরে লিপিবদ্ধ। যা জানার ইয়ত্বা কারো নেই।

.
জীবনের এই মধ্য সীমানায় দাড়িয়ে, পেড়িয়েছি -
কত ইচ্ছে, কত ত্যাগ, কতই না অনুভুতি।
কত কথা দেয়া, কত জেদ, কত আশ্বাস,
বিষ্ময়ময় যাদুকরী সব বিশ্বাস ।
.
পারিনি কত দেয়া কথা রাখতে;
বার বার বলেছিল, দেখনা’ যদি পারতে।
.
দিতে চেয়েছিলাম সর্বোচ্চ, বিনা প্রতিদানে,
হারিয়েছিলাম সর্বস্ব, সাথে অদেখাও প্রিয়জনে।
.
ছেলের স্বপ্নে , তাহার সেই আনন্দ অশ্রুজল,
শেষ হাত দেয়া’ সে চোখ দুটোই আজ যেন স্মৃতিজল।
.
দোষারোপ করি নিজের প্রতি, দোষ ছিল মোর অফুরন্ত,
না বলা কথার হবে না গতি, আসবে বাকী জীবনেরও অন্ত।
.
.
- মোঃ তাকাছুর রহমান চৌধুরী
 ১৯ ডিসেম্বর, ২০২২

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment