image1 image3

HELLO I'M T R NAYAN|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M NOW STUDING

রণক্ষেত্র

জীবন একটা রণক্ষেত্র। এই রণক্ষেত্রে অবিরত লড়াই করে যেতে হয়। সুখ-দুঃখ,কষ্ট-আনন্দ-বেদনা সবই আছে এই রণক্ষেত্রে।
কখনও আপনজনের সুখের জন্য দুঃখকে বরণ করতে হয়। কখনও হাজারটা কষ্ট চেপে রেখেও বলতে হয়, "ভাল আছি।"..
অন্যের মনের ভালোবাসার জন্য নিজের মনের সাথে যুদ্ধ করতে হয়। এটাইতো জীবন।
অনেকজনের ভালোর জন্য একজনের খারাপ হওয়া ভুল নয়। একজন না থেকে যদি সবার ভাল হয়, তবে সেই একজনকেই কুরবানি দিতে হবে। --এটাই মানবতা।...
কিন্তু আমাদের
দৃষ্টি ভঙ্গিতে সমস্যা আছে । আমরা খুব
সহজে রেগে যাই । খুব সহজে কাউকে বিশ্বাস
করে ফেলি । হুট করে অবিশ্বাস করতেও
সময় লাগে না এক সেকেন্ড ।
কখনো সমস্যার
অন্তরালে সমস্যা খুঁজি না । হুট
করে কেউ কিছু বলল বিশ্বাস
করে ফেলি ।"
মানবতার চরম বাস্তবতা এটাই।...তাই, একাই এগিয়ে যাও...কেউ যদি না থাকে! তবুও পেছন ফিরে দেখো....হয়তো যাকে দূরে ঠেলে দিয়েছিলে,সেই তোমার দুঃসময়ের সাথী হবে,তোমার পাশে থাকবে। তাকে দূরে ঠেলে দিও না।...

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment