image1 image3

HELLO I'M T R NAYAN|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M NOW STUDING

-হয়তো!!হয়তোবা না!!


.
.
মানুষগুলো কেমন যেন?
ধীরে ধীরে পাল্টাতে থাকে,
সময়ের সাথে সাথে সব খুনসুটিগুলো চলে যেতে থাকে,
হয়তো খুব আপনরা ধীরে ধীরে পর হতে থাকে,
একলা এক নদীর তীরে রেখে চলে যেতে থাকে তার তরীতে বেয়ে,
দূর থেকে শুধু বলে যায় আমি আছি,আমি আছি..
আর পথিক,!! সেই বিশ্বাসে বসে থাকে তীরে..
হয়তো সত্যিই আছে!..হয়তোবা!..
.
কিছুই তো বলার থাকে না।!
.
একলা বসে বসে হাসে পথিক,
সত্যিই কি দিনগুলো পার হয়েছে?
মানুষ বদলেছে?
হয়তোবা! হয়তোবা না!
.
হঠাৎ করে, মিষ্টি হেসে,
বুঝল পথিক শেষে-
যা হয়েছে হওয়ারই কথা,
মায়া যেমন পড়েছিল ঘেষে,
উচিৎ হয়েছে! বলছিল কে তোরে?
হয়ে যেতে ময়ুর বেসে?
.
আর নেই ক্লান্তি, নেই সেই মায়া,
ছাড়তে হবে এবার অচিনপুরের ছায়া।
.
হেটে চলেছে সে,হাটছে,
চারিদিক নিস্তব্ধ!.. কারো ডাক কি তার কানে আর দিচ্ছে সাড়া??.
হয়তোবা!! হয়তোবা না!!
.
সবাই তো ভালই আছে,
শুধু মিছেমিছি এসব ভাবা,
পথিক হয়েছে পাগল
হয়েছে দিশেহারা...
.
চাই তার একটু সঙ্গো
অচিনপুরের মায়া।
পাবে কি সে? নাকি হারাচ্ছে তা..?নাকি হারাচ্ছে সে??
হয়তোবা!! হয়তোবা না!!

.
।-TR Nayan bd.

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment