image1 image3

HELLO I'M T R NAYAN|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M NOW STUDING

ভালোবাসা

বিশেষ এক জনকে হাজারভাবে ভালোবাসা যায় কিন্তু হাজার জনকে বিশেষভাবে ভালোবাসা যায় না। বিশেষ হওয়াটা সবার পক্ষে হয়ে ওঠে না।
.
ভালোবাসার সমীকরণটা অন্যরকম । রাগ-অভিমান,হাসি -কান্না সবকিছুকেই মিলিয়ে ভালোবাসার রুপ ।কেউ সেটাকে ডিজার্ভ করে ভালোবাসা এগিয়ে নিয়ে যেতে পারে আবার কেউ মাঝপথে হাত ছেড়ে দেয়। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যের কথা বলছি না। ভালোলাগার মধ্যেও ভালোবাসা থাকে নয়ত কখনও কাউকে ভালোলাগত না।
.
কেউ ভালোলাগার মানুষটাকে কল্পনাতেই ভালোবেসে যায়।কেউবা কল্পনাকে বাস্তবে রুপ দিয়ে দেয়।
.
ভালোবাসা জিনিসটা কেমন যেন! নাহ্ ,এটাকে জিনিস বলা ঠিক হবে না।
এটা ঠিক অবায়বীয় আবেগ।যা শুধু অনুভব করা যায় মাত্র।আপনি যদি বলতে পারেন! আপনি কাউকে কেন ভালোবাসেন?? তাহলে আমি বলব,”ভুল ভালোবেসেছেন।” ভালোবাসাটাকে আপনি কিছুর সাথে তুলনা করে মাপতে পারবেন না। কখনই সম্ভব না।
.
ভালোবাসা হারিয়ে গেলে ,না পেলে অপেক্ষা করুন। ভালোবাসাকে চিনুন। দুটো মনকে খুঁজুন। আপনি আপনার ভালোবাসাকে খুজেঁ পাবেন।
.
.কারণ,
মানুষ ভালোবাসতে ভালোবাসে।। ভালোবাসাকে ভালোবাসে।।ভালো থাকার জন্য ভালোবাসে।।ভালো রাখার জন্য ভালোবাসে।।
.
.

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment